Irrationally Yours: Dan Ariely
ওয়াল স্ট্রীট জার্নালে ড্যান এরিয়েলির কলাম ছিল এটা। ঠিক কলাম না, চিঠি পত্রের উত্তরের মতো। র্যাশনালিটি আর ডিসিশন মেকিং নিয়ে ছোট ছোট চিঠির ছোট কিন্তু গভীর উত্তর।
পড়তে মজা লাগে। অনেক হিউমারাস উত্তর আছে।
প্রশ্নগুলোও সেরকম মজার।
যেমন – ক্রিসমাসে গ্রিটিংস কার্ড পাঠানোর মানসিক বাধ্যবাধকতা থেকে মুক্তি কীভাবে পাওয়া যায়?
ফেসবুকে লাইক বাটন আছে, ডিসলাইক বাটন নেই কেন?
নব বিবাহিত স্বামী চায় টাকা দিয়ে ঘর সাজাতে, অন্যদিকে বৌ চাচ্ছে হীরার আংটি। কোনটি যৌক্তিক?
প্রমোশনের পরে বেতন বেড়েছে, কিন্তু কাজের চাপও বেড়েছে। তাহলে বাড়তি বেতনের যৌক্তিকতা কোথায়? সব মিলিয়ে তো সমানই হয়ে গেল!
এরকম প্রায় শতাধিক প্রশ্ন উত্তর।
ভালো ব্যাপার হলো, যখন খুশি তখন একটা প্রশ আর একটা উত্তর পড়া যায়। অন্য বইয়ে যেমন লম্বা চ্যাপ্টার থাকে, একনিষ্ঠ মনোযোগ দিতে হয়, সময় দিতে হয়, এ বইয়ে এরকম কিছু নেই।
0 মন্তব্য::
Post a Comment