24 January, 2016

3:00AM : Nick Pirogনিক পিরোগের নভেলা। হ্যানরি বিন সিরিজের বই।
৮০ পৃষ্ঠার মতো।

হ্যারি বিন এক তরুণ, যে দিনের ২৩ ঘন্টা ঘুমায় এক ঘন্টা জাগে। এটা একটা রোগ, সারা বিশ্বে মাত্র ৩ জন আছে এ রোগে। রোগটির নামই হ্যানরি বিন।
সে যেমন বলে, আই অ্যাম হ্যানরি বিন অ্যান্ড আই হ্যাভ হ্যানরি বিন।
প্রতি রাত ৩টা থেকে ৪টা এই এক ঘন্টা তার জীবন। এ সময়ে সে খাওয়া দাওয়া, মাস্টারবেশন, ব্যায়াম, দৌড়, অনলাইনে স্টক ট্রেড, গেইম অব থ্রোনস দেখা; সবই করে। অদ্ভুত জীবন। মাঝে মাঝে রাত ৩টার বদলে ২টা ৫৮ মিনিটে ঘুম ভাঙলে অদ্ভুত আনন্দ হয়, মনে হয় ক্রিসমাসের মতো এক্সট্রা ছুটি, এক্সট্রা জীবনের, বেঁচে থাকার আনন্দ।

ঘটনা শুরু হয় এক রাতে, যখন সে রাতে ৩টা ৩৮ মিনিটে সামনে বাসা থেকে আসা এক মহিলার চিৎকার শোনে। জানালায় উঁকি মেরে দেখে আমেরিকার প্রেসিডেন্ট গাড়িতে উঠে চলে যাচ্ছে। পরে গিয়ে দেখে ঐ বাসায় এক মহিলা খুন হয়েছে।
প্রতি রাতে তার হাতে সময় আছে মাত্র ১ ঘন্টা। কীভাবে সে এই খুনের রহস্যের সমাধান করবে?
সমাধান হয় শেষ পর্যন্ত। অনেক টুইস্ট আছে। যেহেতু নভেলা, তাই লেখক অপেক্ষার কিছু রাখে নাই। স্লিম গল্পে দ্রুত সমাপ্তি হয়েছে।

বড় পরিসরে লিখলে হয়তো পড়তে মজা পাওয়া যেতো। ছোট হওয়াতে অতি নাটকীয়তা রেখে শেষ হয়েছে।
যেমন বিনের বাবা কে, কোত্থেকে এতো তথ্য পায়; এগুলো অতিকাল্পনিক মনে হয়।
তবুও ফিকশন।
মেনে নেয়া যায়।

এ সিরিজের অন্য আরো বই আছে দেখলাম। পড়ার আগ্রহ নেই।

0 মন্তব্য::

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP