15 January, 2016

1Q84 : Haruki Murakami



জাপানিজ ঔপন্যাসিক হারুকি মুরাকামির ট্রিলজি।
বছর দুয়েক আগে প্রথম খন্ড পড়েছিলাম। বাকী দুপর্ব এবার পড়তে গিয়ে দেখি ভুলে গেছি অনেক কিছু। তাই আবার শুরু থেকে পড়তে হলো। 

উপন্যাসের প্রধান দুই চরিত্র – অমামি আর টেঙ্গো।
তরুণী অমামি পেশাদার খুনি। স্ত্রী-শিশু নির্যাতনকারীদের দক্ষতার সঙ্গে খুন করে সে। এক বিধবা ধনী মহিলা অমামীর গডমাদার। বিধবা ধনী মহিলার মেয়ে এরকম নির্যাতনের শিকার হয়েছিল, তাই সে প্রতিশোধ নিতে এসব খুনের আয়োজন করে। অমামিরও কোনো অপরাধবোধ নেই।

অন্যদিকে টেঙ্গো একটা ক্র্যাম স্কুলে পড়ায়। কোচিং সেন্টার টাইপ। ম্যাথ পড়ায়। এর বাইরে সে এক ম্যাগাজিনের সহসম্পাদক। গল্প লেখা প্রতিযোগিতায় ফুকায়েরি নামের এক কিশোরী মেয়ের গল্প নিয়ে সম্পাদক কোমাটসু অনেক উৎসাহিত। সে চায় টেঙ্গো গল্পটি নিজের ভাষায় লিখুক। অন্য এক প্রতিযোগিতায় (আকুতাগাওয়া পুরস্কার) জমা দেয়া হবে। টেঙ্গো ঘোস্ট রাইটার। ফুকায়েরি যদি সেরা পুরস্কার পায় বই আকারে এ গল্পের বই অনেক বিক্রি হবে, ভালো ব্যবসা হবে। ঘটনা আগাতে থাকে। ফুকায়েরি পুরস্কার পায়, বেস্ট সেলার হয়। কিন্তু, পেছনের অন্য সত্যও বের হয়ে হয়ে। গুপ্ত সংঘের কর্মকান্ড। নিষিদ্ধ ধর্ম চর্চা। 

ক্রমশঃ অমামি ও টেঙ্গোর জগত এক হয়ে আসে। তারা শৈশবে স্কুলে একবার একে অন্যের হাত ধরেছিল। সেই থেকে অদৃশ্য যোগাযোগ, দেখা হবেই হবে।
অন্যদিকে অমামি ভুগছে এক নতুন জগতের বিভ্রমে। ১কিউ৮৪। জাপানী ভাষায় কিউ=৯। কিন্তু, উপন্যাসে কিউ দিয়ে এক কাল্পনিক ৮৪ সালের গল্প ফাঁদা হয়ে হয়েছে।
বাস্তবতা আর পরাবাস্তবতার বিভ্রমে বা মিশ্রণে আকাশে দুটি চাঁদ দেখা যায়। দেখে কেবল অমামি ও টেঙ্গো। 

এখানে শেষ হতে পারতো। কিন্তু মুরাকামি সম্ভবত বাণিজ্যিক কারণে ৩য় খন্ড লিখতে গিয়ে অহেতুক বড় করেছে বই। নয়তো অমামি যখন গুপ্ত সংঘের (লিটল পিপল) নেতা যে কিনা আবার ফুকায়েরির বাবা, তাকে খুন করে, অনেক অমেঘ সত্য আর নিয়তি জেনে যায়, সেখানেই শেষ হতে পারতো।
সেই ঝড়ের রাতে বিলাস বহুল হোটেলে অমামি যখন এসব শুনছে, বাইরে প্রবল ঝড় বজ্রপাত, শহরের অন্য প্রান্তে টেঙ্গো অপরিকল্পিত সঙ্গম করছে ফুকায়েরির সাথে, অথচ এ সঙ্গমের ফলে অন্তস্বত্ত্বা হচ্ছে অমামি। সে নিজেই বলছে সে টেঙ্গোর সন্তান বহন করে চলেছে। পরে সব শুনে টেঙ্গোও মেনে নেয়। এর কোনো নিরেট যুক্তি নেই। আছে কেবল বিভ্রম।

মুরাকামির একনিষ্ঠ ভক্তরা বলবে আবার পড়ার কথা আবার বোঝার কথা। যেমন ঘটেছে কাফকা অন দ্য শোরে। কিন্তু পাঠকের সময় কই? ব্যস্ত জীবনে রিডীং ফর প্লেজারই সই!
অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর জানা পাঠকের জরুরী নয়। নিজের কল্পনা জগতে কোনো এক অবসরে হয়তো মিলিয়ে নেয়া যাবে। যদি মিলে যায় অবসর...।

0 মন্তব্য::

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP