02 January, 2016

বাংলার সামাজিক ইতিহাসের ধারা - বিনয় ঘোষ

ইতিহাসের বই মানে, একেবারেই নিরস ইতিহাসের বই। মাঝে মাঝে বিনয় ঘোষের সহজাত লেখনী ঝলক আছে, তবে খুবই কম। মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহের থেকে বেশ কিছু অংশের যোগ আছে।বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীত উত্থান পতন ও বিকাশের অংশগুলো পড়তে ভালো লাগবে। রেফারেন্স আছে প্রচুর।
মামফোর্ড, হ্যারিংটনের বিভিন্ন লেখার রেফারেন্স এসেছে বারবার।

অনেক খাটুনির লেখা। বিনয় ঘোষ নিজেও সম্ভবত অনেক পড়তেন। শুধু তাই-ই নয়, যা পড়তেন সেটা আত্মস্থ করতে পারতেন। এরপর নানান বিষয়ের মধ্যে চমৎকার একটা যোগসূত্র তৈরি করতে পারতেন। এটা বিশাল এল দক্ষতা!

অ্যাকাডেমিক লোকজন পড়ে উপকৃত হবে, মজা পাবে। নন অ্যাকাডেমিকদের জন্য দ্রুতপঠনই ভালো।
মাঝে মাঝে কিছু জমিদার কাহিনী আছে। যেমন রাজা রামদুলালের গল্প (পৃষ্ঠা ১০১-১০৬)। ইংরেজদের সাথে তার সম্পর্ক, ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক উন্নতি। এবং পরের প্রজন্মের পতন।

বিভিন্ন ঘটনা সে সময় ‘সোমপ্রকাশ’ ‘প্রভাকর’ ইত্যাদি পত্রিকা কীভাবে ছাপিয়েছে পড়তে মজা লাগে। খবরগুলো কেবল তথ্য নয়, ফাঁকে ফাঁকে প্রতিবেদকের ব্যক্তিগত মতামতেও ভর্তি ছিল।

0 মন্তব্য::

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP