04 November, 2017

Wind-up Bird Chronicle নিঃসঙ্গতার হাহাকার


হারুকি মুরাকামির বই পড়া যেন এক অনিবার্য অনুভূতি।
পড়তে ভালো লাগবে, গল্পের ভেতরে গল্প থাকবে, ব্যাপক জটিলতা থাকবে। কিন্তু, এতো বেশি বিক্ষিপ্ত সেসব জটিলতা, এতো বেশি দ্বান্দ্বিক, শেষ পর্যন্ত অনেক অনেক অমীমাংসিত প্রশ্ন থেকে যায়।
ওয়াইন্ড আপ বার্ড ক্রনিকল এক নিগুঢ় নিসঙ্গতার গল্প।
তরু ওকাডো নামের যুবক, স্ত্রী কুমিকোকে নিয়ে নিরিবিলি সংসার।
ওকাডো সম্প্রতি চাকরি হারিয়েছে, কুমিকোর কাজের চাপ। ওদিকে তাদের বিড়াল হারিয়ে গেছে। সে বিড়াল খুঁজতে বের হয় ওকাডো। এরপর থেকে ঘটতে থাকে নানান ঘটনা। সে সব ঘটনা কি পারস্পরিক সম্পৃক্ত? নাকি নিতান্তই কাকতালীয়।
কুমিকো ওকাডোকে ছেড়ে চলে যায়। এর পেছনে কার হাত, কুমিকোর ভাই নোবোরু ওয়াতাইয়ার? মাল্টা কানো, ক্রেটা কানো নামের দুই বোন, তারা কি নোবোরুর সেট আপ? তারা যা যা দাবী করেসবই সত্য? মে কাসারা নামের মেয়েটি আসলে কে? সে- কি ওকাডোকে ফোনে কামকাতর আহবান জানাতো?
উপন্যাসের শেশ ভাগে নাটমেগ তার ছেলে সিনামনের আগমনে নতুন নতুন প্রশ্ন এসেছে, কিছু উত্তরও পাওয়া গেছে। কিন্তু, সে সমাধান কতোটা গ্রহণযোগ্য?
নাকি সবটাই লুসিড ড্রিম? ল্যাফটেন্যান্ট মামিয়া, রাশিয়া মঙ্গলিয়ায় তার ২য় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা, কিংবা নাটমেগে শৈশবের চিড়িয়াখানার স্মৃতি যেখানে ২য় বিশ্বযুদ্ধের রক্তপাত হয়েছে পশুকুলের ওপর, সেসব কি কোনো যোগসূত্রে গাঁথা? অথবা, মায়ামির কূপের ভেতর থেকে মুক্তি, এবং ওকাডোর কূপবাস এগুলো কি নিছকই বিক্ষিপ্ত ঘটনা? যদি, সম্পৃক্ত হয়, কী তার ব্যাখ্যা?
উপন্যাসের একনিষ্ট পূণর্পাঠ হয়তো অনেক প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে। কিন্তু সেসব উত্তর কি ধ্রুব উত্তর, নাকি তার পালটা উত্তরও আছে।

মুরাকামির যত বই পড়েছি এর মধ্যে বইয়ের ইমোশনাল লেভেল অনেক বেশি। ওকাডোর নিঃসঙ্গতা, কুমিকোকে ফিরে পাবার জন্য তার আকুলতা পাঠক মনকে বিমর্ষ করে, বিষন্ন করে।


DANIEL ROBLES JORGE MILCHBERG এর  El Condor Pasa গানেরলিরিক্সকিওকাডোরইহাহাকার?

I'd rather be a sparrow than a snail
Yes I would, if I could, I surely would
I'd rather be a hammer than a nail
Yes I would, if I only could, I surely would

Away, I'd rather sail away
Like a swan that's here and gone
A man gets tied up to the ground
He gives the world its saddest sound
Its saddest sound

I'd rather be a forest than a street
Yes I would, if I could, I surely would
I'd rather feel the earth beneath my feet
Yes I would, if I only could, I surely would

https://www.youtube.com/watch?v=QqJvqMeaDtU

0 মন্তব্য::

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP