গুডবাই, ম্যাজিশিয়ান!
রঙিন সুতায় ছিট ফেলে এক প্রজাপতি ধরতে গিয়ে
উলটে পড়ে এই উঠোনে
মা গো তোমার খুন হয়েছে
বিশ বছরের যুবক ছেলে
মাগো তোমার বিশ বছরের যুবক ছেলের শবের উপর
আসর করে নীল জোনাকী গানের পাখি
হলুদ বিকেল।
উলটে পড়ে এই উঠোনে
মা গো তোমার খুন হয়েছে
বিশ বছরের যুবক ছেলে
মাগো তোমার বিশ বছরের যুবক ছেলের শবের উপর
আসর করে নীল জোনাকী গানের পাখি
হলুদ বিকেল।
হুমায়ূন আহমেদের লেখা কবিতা, ১৯৬৯ সালে লেখা। শব্দগুলো এদিক ওদিক হতে পারে। পড়েছিলাম, ১৯৯৯ সালে, হুমায়ূনের ৫০তম জন্মদিন উপলক্ষ্যে শৈলীর বিশেষ সংখ্যায়।
আজ এই মুহূর্তে কিছু বিক্ষিপ্ত অনুভূতি-
কেবলই মনে পড়ছে 'অচিন বৃক্ষ' পড়তে পড়তে পায়ে হেঁটে স্কুল থেকে বাড়ি ফেরা, কোনো এক বৃষ্টির বিকেলে আধো-অন্ধকার ঘরে 'ভূত'- জ্বিন কফিলের গল্প পড়া, কলেজ জীবনের শুরুতে ঢাকার একাকী জীবনে 'জয় জয়ন্তী' পড়ে বিষন্ন হওয়া, আরও পরে 'একটি নীল বোতাম' গল্প পড়ে মাথায় ঘোর লাগা নিয়ে চায়ের দোকানে বসে থাকা। মনে পড়ছে, বাকের ভাইয়ের মৃত্যুর পর জেল গেইটে মোনার অপেক্ষার দৃশ্য দেখে চোখ ভিজে ওঠার স্মৃতি। আলমাস সিনেমা হলে 'শঙ্খনীল কারাগার'। বহুব্রীহি'র - 'তুই রাজাকার'।
0 মন্তব্য::
Post a Comment