12 January, 2010

আরো একবার অহেতুক

প্রতিদিন ভাবি - কিছু লিখবো। সচলায়তনে, ব্লগস্পটে, অথবা কম্পিউটারের ডি ড্রাইভের ব্যক্তিগত ফোল্ডারে। ইচ্ছে ছিলো - 'সকাল বেলার খিদে' লিখবো।
'সমালোচোখ' লিখবো, গল্প অথবা গল্প না লেখার গল্প লিখব, রাজশাহী ঘুরে আসার গল্প লিখবো।
অথচ -
মধ্য জানুয়ারির শীত শীত সকাল বড্ড আলসেমি জাগায়।
হাতের কাছে রেখে দেয়া আধ-পড়া 'শবনম' শেষ হয় না।
অপেক্ষায় 'স্টেলা', 'মুন অভ ইজরায়েল', 'দ্য অরিজিন অব ব্র্যান্ডিং' - এরকম আরো আধ ডজন।
দেখবো দেখবো করেও দেখা হচ্ছে না - 'লাভ ইন দ্য টাইম অব কলেরা'। 'থার্ড পারসন সিংগুলার নাম্বার'।

ফেসবুকে বন্ধু সংখ্যা ১০০ ছুঁই ছুঁই করছে।
'হাত বাড়ালেই বন্ধু মেলে, হাত বাড়ালেই সুখ, সুখের ঘরে হামলে পড়ে অসহ্য অসুখ'।
আলসেমির এ অসুখ কাটানোর চেষ্টায় আছি।

ডেস্কটপের কী বোর্ডে ধুলো জমছে...।

.
.
.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP