24 February, 2012

বইমেলা ২০১২ (২)

বউ ঢাকা ফিরেছে।
আজ দুজনে গিয়েছিলাম বইমেলা।
শুক্রবার বলে প্রচন্ড ভীড়, ধুলোও ব্যাপক।
কিনলামঃ
১) পথরেখা (ছোটগল্প ও প্রসঙ্গকথা সংখ্যা)। সম্পাদক নূহ-উল-আলম লেলিন। ৪৭টা ছোটগল্প, ১৩টা প্রবন্ধ, প্রায় ৫০০ পৃষ্ঠা। ৫০% ডিসকাউন্টে দাম ৫০টাকা।
২) বাংলা একাডেমির পত্রিকা মাসিক উত্তরাধিকার। মূল্য ৩০টাকা, ৩০% ডিসকাউন্টে ২১ টাকা প্রতি সংখ্যা। নতুন পুরনো মিলিয়ে মোট দশ সংখ্যা কিনলাম।

সেবা প্রকাশনী থেকেঃ
৩) হেনরী রাইডার হ্যাগার্ডের জেস। রূপান্তরঃ সায়েম সোলায়মান।
৪) হ্যাগার্ডের পার্ল মেইডেন। রূপান্তরঃ ইসমাইল আরমান
৫) হ্যাগার্ডের দ্য ব্রেদ্‌রেন। রূপান্তরঃ ইসমাইল আরমান
৬) হ্যাগার্ডের বেনিটা। রূপান্তরঃ সায়েম সোলায়মান
৭) হ্যাগার্ডের মেরি। রূপান্তরঃ সায়েম সোলায়মান
৮) হ্যাগার্ডের দ্য লেডি অভ ব্লসহোম। রূপান্তরঃ সায়েম সোলায়মান
৯) তিনটি বই একত্রেঃ জুল ভার্নের আ সায়েন্টিস্ট কিডন্যাপড, রূপান্তরঃ শামসুদ্দিন নওয়াব। জিম করবেটের বনের গল্প, রূপান্তরঃ অনীশ দাস অপু। এরিখ কেস্টনারের লোটি ও লিসা, রূপান্তরঃ এটিএম শামসুদ্দিন
১০) মাসুদ রানা, হ্যাকার। দুই খন্ড একত্রে।
১১) মাইকেল জান-এর সিক্স মিলিয়ন ডলার ম্যান। জর্জ লুকাসের স্টার ওয়রস। রপান্তরঃ রকিব হাসান।
(*৩-১১ নম্বর বইগুলো বউয়ের পছন্দ। কিছু পড়বে, বাকীগুলো উপহার দেবে।)

রোদেলা প্রকাশনীতে মারিও পুজোর 'ওমের্তা' 'দ্য ফ্যামিলি' দেখেছিলাম। বাংলা পড়ব নাকি ইংরেজী পড়ব ভেবে ভেবে কেনা হয়নি।
বাসায় বুকশেলফে জায়গা নাই। ভাবছি নতুন শেলফ না কেনা পর্যন্ত আর নতুন বই কিনবো না। এর মধ্যে প্রায় অর্ধ শতাধিক 'কেনা-কিন্তু-না-পড়া' বই পড়ে শেষ করতে হবে।

0 মন্তব্য::

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP