19 February, 2012

প্রিয় লোমেলা - ৫

"দ্বিতীয় প্রজন্মের, এমনকি প্রথম প্রজন্মেরও, কিছু নাগরিক তার অতীতকে মুছে দিতে চায়। ভুলে যেতে চায় তার পূর্বপুরুষের শেকড়। "আমরা ঢাকায় সেটেলড", "আমাদের সব কিছু ঢাকাতে", "আমরা গ্রামের বাড়ি যাই না", "গ্রামে যাওয়া হয়না অনেকদিন, ছোটবেলায় একবার গিয়েছিলাম"; এরকম সংলাপে চারপাশে শুনতে পাই অহরহ। মফস্বল, গ্রাম, পারিবারিক অতীতের পরিচয় আড়ালে রাখলে অনেকের আলোচনা সহজ হয়। কোন থানা, কোন উপজেলা, ওখানে কী পাওয়া যায়; এসব আলাপ থেকে সরে আসা যায়। বরং, আমার জন্ম বনানীতে, বড় হয়েছি ধানমন্ডিতে, এখন নিকেতনে থাকি, নিকুঞ্জে নিজেদের বাসায় শিফট করবো এ বছর। তখন গল্প থেমে যায়। কারণ, শহুরে সাজ নিলে, বলার মতো আর কোনো গল্প থাকে না।"
[ফেসবুক স্ট্যাটাসঃ ১৮/০২/২০১২]

2 মন্তব্য::

Suman Chowdhury 21 February, 2012  

আমার কিন্তু মনে হয় যারা থেমে যায় তারা বলতেই পারে না। শহরের গল্পও আসলে গ্রামের মতোই। অন্তত আমি যে শহরে বেড়ে উঠেছিলাম। আজকের শহরটা অন্যরকম।

আনোয়ার সাদাত শিমুল 21 February, 2012  

বদ্দা, আমি বলছিলাম ওয়ান্না-বি-সিটিজেনদের কথা। যারা গ্রাম ভুলে যেতে চায়, আবার শহরকেও আপন করতে পারে না...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP