পোস্টারায়তন: ওরা ৩ জন যৌবনমুখী
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।
বাহারী কথার চমক।
ফ্রিডম টু চুজ।
এর মধ্যে সচলায়তনে চলছে -
পোস্টে পোস্টে পোস্টার্মারামারি।
___
গানের জগতে অন্যতম পরিচিত নাম ইবা রহমান। গান গেয়ে তিনি দর্শকদের হৃদয়ের কোটরে পৌঁছাতে সক্ষম হয়েছেন। গান গেয়ে তিনি জাপান-বাংলা কালচারাল ফোরাম অ্যাওয়ার্ড, ঢালিউড অ্যাওয়ার্ড, ইন্দোবাংলা কালা মিউজিক অ্যাওয়ার্ড, সিজেএফবি অ্যাওয়ার্ড, বিবিএসএস অ্যাওয়ার্ড, কালাকার অ্যাওয়ার্ডসহ আরো অনেক সম্মাননা পেয়েছেন।
তার এই মিউজিক ভিড্যু এলবামটা এখনো দেখি নাই।
ইউট্যুবেও পাইলাম না কিছু।
কেউ কিনলে/পাইলে ইউট্যুবে তুলে দিবেন প্লিজ।
-
___
নোটঃ কোলাজের ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া। লিংক এখন পাচ্ছি না।
.
0 মন্তব্য::
Post a Comment