07 April, 2009

ঘুম ভেঙে গেছে মধ্য রাতে

ঘুম ভেঙে গেছে মধ্য রাতে, তীব্র শব্দে। কলিংবেল, ট্রেনের হুইসেল, ঘড়ির এলার্ম কিংবা ফোনের শব্দে। ঠিক করা ছিলো সাড়ে চারটায় উঠবো। এমন তীব্র শব্দে ধড়পড় করে উঠে বসি। জানালার পর্দা সরে আছে। বাইরে শাদা আলো। তুষারে ঢেকে গেছে ব্যাকইয়ার্ড। নরোম আলোর ছটা লেগেছে। উঠে বসে থাকি। টের পাই - ঘড়ির এলার্ম থামার কথা না। তবে? হয়তো ফোন, হু ফোন - এমন বিচ্ছিরি করে বাজলো কেনো অহেতুক? বাতি জ্বালিয়ে দেখি - রাত সাড়ে বারোটা; ঘুমোলাম দুই ঘন্টা, কিংবা আরও কম। আবার বালিশে মাথা গুঁজি। আধো ঘুম আধো জাগরণে - তন্দ্রাভ্রম অথবা দুঃস্বপ্নেরা ভর করে। একদল লোক দরজা ভেঙে ঢুকে যায় আমার ঘরে, হইহই কোলাহলে ভরে যায়। এ কোলাহল শোকের, সন্তাপের, অনাকাঙ্খিত কষ্টের। দৃশ্যপ্লট পালটায় দ্রুত, আমি চিঠি লিখি - মরে গেছে আমার একুশের প্রিয় বন্ধু, আমি চিঠি লিখি বন্ধুর কাছে। গড়াগড়ি দিই, স্বপ্ন নামক দুঃস্বপ্নে। এভাবে আজ ঘুম ভেঙে গেছে মধ্য রাতে। তীব্র শব্দে...কলিংবেল, ট্রেনের হুইসেল, ঘড়ির এলার্ম কিংবা ফোনের শব্দে।

Get this widget | Track details | eSnips Social DNA

.
.

0 মন্তব্য::

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP