অহেতূক অকারণ
তেমন আলাদা কোনো দিন নয়। তবুও অন্যরকম। ক্যালেন্ডারের পাতা উলটে যাবে। প্রথম কয়েকদিন আমি ভুল করে মাত্র ফেলে আসা বছরটা লিখে ফেলবো এখানে ওখানে, যেমন লিখতাম ক্লাস থ্রি-ফোরে, আরও পরে। এবং গত বছর।
ভাবছি, কী হয় এসব হিসাব করে? সূর্য উঠবে- ডূববে। আবার বছর ঘুরবে। এখন জমে থাকা ৩ ফুট বরফ গলে যাবে আগামী সামারে।
পাতাহীন ভুতুড়ে গাছগুলো আবার সবুজ হবে। কী হবে এই উইন্টার সামারের হিসাব করে?
অতীতচারী স্বভাবের কারণে যতোটা না প্রশংসা কুড়িয়েছি, তার চেয়ে বেশি জুটেছে নিন্দা।
কতো তিক্ত বেদনা, স্মৃতি ভুলিনা। কেনো মনে রাখি ওসব!
ধ্যুত।
ভুলেই যাবো সব। গতকাল, পরশু, তার আগের দিনের কথা।
সিজোফ্রেনিক ঘুণ যখন কেটে নিচ্ছে সুতো, তখন এই ২০০৯ এর ১ম দিনেই এই সিদ্ধান্তই নিই -
কেবল আজ এবং আগামীকাল। গতকাল বলে কিছু ছিলো না কোথাও।
Aaj_achi_kal_nei_-... |
.
.
.
2 মন্তব্য::
(Y)
ধন্যবাদ। সাহস পেলাম।
Post a Comment